২৯ জানুয়ারি, ২০২৫ || ১৫ মাঘ, ১৪৩১
বাংলাদেশী ইতালিয়ান এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা
  • Updated Sep 26 2023
  • / 563 Read

 

লন্ডন প্রতিনিধি;
বাংলাদেশী ইতালিয়ান এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে ‘জিসিএসই’ ও ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর রবিবার লন্ডন সিটির স্থানীয় একটি হলে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জাকির হোসেন বাবুল সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নিউহাম কাউন্সিল’র চেয়ার এন্ড স্পিকার রহিমা রহমান। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা আবদুল হালিম, দৈনিক স্টার লাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন, ব্যাংকিং এন্ড ডেগেনহাম কাউন্সিলর মাঈন কাদেরী, নিউহাম কাউন্সিলর মহিবুর রহমান। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রত্যেকটা বাংলাদেশী শিক্ষার্থীকে নিজ দেশের ইতিহাস ঐতিহ্য জানতে হবে। এখানে বসবাসরত প্রতিটি শিক্ষার্থীকে রাজনৈতিক ভাবে সচেতন হতে হবে। কেননা আমি নিউহাম সিটির চেয়ার এন্ড স্পিকার’র দায়িত্ব পালন করছি। আমি আশা করবো আমাদের দেখানো পথ ধরে তোমরাও একদিন ইংল্যান্ড’র বিভিন্ন রাজনৈতিক আসন অলংকৃত করবে। 
অনুষ্ঠানের বিশেষ অতিথি জামাল উদ্দিন বলেন, ইতালীয়ান বাংলাদেশী এবং ইংল্যান্ডের মেধাবী শিক্ষার্থীদের ঈর্ষনীয় সাফল্যে একজন বাংলাদেশী হিসেবে আমি গৌরববোধ করি। কেননা, প্রবাসে থেকেও বাংলাদেশী শিক্ষার্থীরা মেধার সাক্ষর রেখে চলেছে। আমি আশা করি এরা বাঙালী জাতিসত্ত্বার উন্মেষ ঘটিয়ে বাঙালী জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।


বাংলাদেশী ইতালিয়ান এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন, সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠান সূচনা করেন সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক বিথী খানম। এরপর বাংলাদেশী এবং ইতালীয়ান জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সংগঠনের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম মাসুদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।  অনুষ্ঠানটি স্পন্সর করেন, কেন্ডি হস ও গ্লোবাল ফ্রেশ বাজার।

Tags :

Share News

Copy Link

Comments *