৩১ মার্চ, ২০২৫ || ১৭ চৈত্র, ১৪৩১
ইতালিতে বাংলাদেশ এসোসিয়েশন পাদোভা’র পুনর্মিলনী
  • Updated Oct 11 2023
  • / 893 Read

 

ইতালি প্রতিনিধি:
ইতালিতে বাংলাদেশ এসোসিয়েশন পাদোভার উদ্যোগে পুনর্মিলনী ও বাঙালিয়ানা পরিবেশে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার স্থানীয় লা-কর্তা মার্কেটের পাশে খোলা আকাশে নিচে এবিপি'র সভাপতি শফিকুল ইসলাম স্বপন’র সভাপতিত্বে এবং বিদেশি প্রতিনিধি সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন’র পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন রঙের পোশাক আর সাজসজ্জায় মহিলারা নিজ নিজ বাসা থেকে বিভিন্ন স্বাদের ভর্তাসহ রকমারী খাবার নিয়ে অংশগ্রহণ করেন। 
উপস্থিত সকলেই যেন পরিপূর্ণ আনন্দে মেতে ওঠেন। খোলা আকাশের নিচে পাদোভা এলাকায় বসবাসরত বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের সিনিয়র ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।


মধ্যাহ্নভোজ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় আয়োজকরা জানান, প্রবাসের শত ব্যস্ততায় কাটলেও এই ধরনের আয়োজন সকলের মধ্যে এক আন্তরিক সম্পর্কের সৃষ্টি করেছে। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বারবার বাঙালি সংস্কৃতিকে তুলে ধরা প্রয়োজন। 

 

Tags :

Share News

Copy Link

Comments *