মহিপাল টার্মিনাল যানজট নিরসন'র কমিটি গঠন আহ্বায়ক শহীদুল
- Updated Jan 13 2025
- / 603 Read
শহর প্রতিনিধি:
ফেনীর মহিপাল টার্মিনাল এলাকায় পরিবহনে অবৈধ চাদাবাজী যাত্রী হয়রানির শৃঙ্খলা ও যানজট নিরসন ফিরিয়ে আনতে একটি কমিটি গঠন করা হয়েছে। সড়ক পরিবহন মালিক গ্রুপের ফেনী জেলা সভাপতি মোঃ গোলাম নবীর স্বাক্ষরিত ৫ সদস্য বিশিষ্ট ও ৪ উপদেষ্টা মণ্ডলীর সদস্য করে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি নিশ্চিত করেন। প্রস বিজ্ঞপ্তির মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিকের সুপারিশক্রমে স্বাক্ষর প্রদান করেন ।
এতে কমিটির আহ্বায়ক হলেন শহীদুল ইসলাম ভূঁইয়া, সদস্য মোঃ জালাল ভূঁইয়া, মোঃ নবী চৌধুরী, মোঃ এনাম, মোঃ আজাদ।
কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য হলেন, মোঃ জাফর উদ্দিন, মোঃ জসিম কমিশনার, মোঃ আজম চৌধুরী ও আবুল কালাম আজাদ স্বপন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা জানান, পূবের থেকে মহিপাল টার্মিনাল এলাকা ঘিরে পরিবহনে অবৈধ চাঁদাবাজি, যাত্রী হয়রানিসহ নানা অপরাধ করে যাচ্ছে। এছাড়াও দূরপাল্লা ও আন্ত জিলা পরিবহনগুলো আরটিসি বিধি নিষেধ ও প্রশাসনকে তোয়াক্কা না করে ফ্লাইওভার দিয়ে যানচলাচল না করে নিচে দিয়ে চলাচল করায় যানজট লেগে থাকে। এতে মানুষের দুর্ভোগ পোহাতে হয়। তাই আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে এসব অবৈধকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করবো ।