‘ঐক্য থাকলে প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে’ -ফেনী পুলিশ সুপার হাবিবুর রহমান
- Updated Dec 13 2024
- / 443 Read
শহর প্রতিনিধি:
ফেনী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেছেন, “ ২৪ এর জুলাই-আগষ্ট এ যে লক্ষ্যে আমরা রক্ত দিয়েছি সে চেতনা থেকে আমার মনে হয় আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের উচিত, ২৪ এর গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখি। আমরা নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখলে আমাদের এ প্রজন্মের যে সপ্ন তা বাস্তবায়ন সম্ভব হবে। শুক্রবার সকালে ফেনী শহরের জেলা পরিষদস্থ ড. সেলিম আলদীন মিলানায়তনে ফেনী স্টান্ট ওয়ারিয়রস’র আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে ‘গণঅভ্যুত্থান গাঁথা’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে যাওয়ায় আমরা বার বার দিক হারিয়েছি। আমাদেরকে ২৪ এর দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। কোন ভাবেই ফ্যাসিস্টদের ঘুরে দাঁড়াতে দেয়া যাবেনা। নতুন প্রজন্মকে তাদের অত্যাচার নির্যাতনের সঠিক ইতিহাস এবং শহীদ আবু সাঈদ-মুগ্ধদের আত্মত্যাগের কাহিনীও জানাতে হবে।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম আবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন,সংগঠনের উপদেষ্টা, দৈনিক ফেনীর সময় সম্পাদক ও বাসস সংবাদদাতা মোহাম্মদ শাহাদাত হোসেন এবং স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন।
আবৃত্তিকার আশরাফুল হক আরমানের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আলমগীর চৌধুরী, কালেরকন্ঠ ফেনী প্রতিনিধি কামরুল হোসেন লিটন,সংগঠক তাহসিন সুবহান ও কার্যকরী সদস্য তাহমিদ ভূঁইয়া। এ প্রতিযোগীতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। দুই গ্রুপে ১০ জনকে পুরষ্কৃত করা হয়।