ফেনী বন্ধুসভার নেতৃত্বে জান্নাত-লোকমান
- Updated Jan 04 2025
- / 356 Read
স্টার লাইন ডেস্ক:
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক প্রথম আলোর পাঠক ফোরাম বন্ধুসভার কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ ১ জানুয়ারি ২০২৫ বুধবার ফেনী বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি ২০২৫ অনুমোদন ও ঘোষণা করেন।
জান্নাত আক্তার জাহান সভাপতি ও লোকমান চৌধুরী সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট ফেনী বন্ধুসভার কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, সহসভাপতি-মোহাম্মদ ইব্রাহীম ও মো. আমিনুল ইসলাম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক-হারুনুর রশিদ মৃধা ও ফারজানা আহমেদ অহনা, সাংগঠনিক সম্পাদক-মো. রেজাউল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক- নুর উদ্দিন ভূঁঞা, অর্থ সম্পাদক-ফাতিহা জান্নাত, দপ্তর সম্পাদক-মো. আব্দুল হান্নান, প্রচার সম্পাদক-রিশাত হোসেন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক- দিপংকর রায় চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক- হারাধন নন্দী নিলয়, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক- তাহমিনা আক্তার, প্রশিক্ষণ সম্পাদক- তন্ময় নাথ টিটু, দূর্যোগ ও ত্রাণ সম্পাদক-কিশেয়ার কহন কিন্নরী, ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক- শাহরিয়ার উল্যাহ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক- অনামিকা আফরিন নেহা, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক- সুবাহ জ্যবীন চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক- মনিরুল ইসলাম, ম্যাগাজিন সম্পাদক- মিনহাজ উদ্দিন আহমেদ, বইমেলা সম্পাদক- ইশরাত জাহান রিক্তা, কার্যনির্বাহী সদস্য- মনিকা রায়, বিজয় নাথ, দেলোয়ার হোসেন ।
প্রসঙ্গত শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে শহরের মিজান রোডের আলিয়া মাদ্রাসা মার্কেটে প্রথম আলো ফেনী কার্যালয়ে ফেনী বন্ধুসভার সভাপতি বিজয় নাথের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনর সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় ২০২৫ সালের নতুন কমিটি গঠন করে বন্ধুসভার কেন্দ্রীয় পরিচালনা পর্ষদে পাঠানো হয়। উক্ত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন ফেনী বন্ধুসভার উপদেষ্টা ফেনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন, ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ মো. আবদুল হালিম, জেলা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন উর রশিদ, জুম্মা শপিং সেন্টারের পরিচালক শেখ নুর উদ্দিন চৌধুরী মামুন, সংগঠক ও সাংস্কৃতিককর্মী নাজমুল হক শামীম,সাবেক সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন নোবেলসহ প্রমুখ।