০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
চট্টগ্রামে বাপা-এপিবিপিসি'র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • Updated May 19 2024
  • / 604 Read

 

নিজস্ব প্রতিনিধি; 

চট্টগ্রামে ‘এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রোমোশন কাউন্সিল' (এপিবিপিসি) ও   বাংলাদেশ এগ্রো প্রসেসর এসোসিয়েশন (বাপা)'র যৌথ উদ্যোগে বিভিন্ন এগ্রো ফুডস ইন্ডাস্ট্রির কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ চৌমুহনী শেখ মুজিব রোডে বনফুল অফিসের কনফারেন্স রুমে দু‘দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাপার সহ-সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য রাখেন, বাপার সাধারণ সম্পাদক মো: ইকতাদুল হক।

 

বাপার কার্যনির্বাহী সদস্য মাঈন উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, বাপার কোষাধ্যক্ষ মিনহাজ আহমেদ, কার্যনির্বাহী সদস্য মাইকেল দে। 

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড ফুড সাইন্স এন্ড নিউট্রিশন বিভাগের সহযোগী অধ্যাপক আয়েশা বেগম ও বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগার প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. সাইফুল ইসলাম। 

এছাড়াও কর্মশালায় অংশ নেন দেশের বিভিন্ন এগ্রো ফুডস ইন্ডাস্ট্রির কর্মকর্তাবৃন্দ।

 

জানা যায়,এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রোমোশন কাউন্সিল (এপিবিপিসি) ও  বাংলাদেশ এগ্রো প্রসেসর এসোসিয়েশনের যৌথ উদ্যোগে দুদিনব্যাপী  প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। কর্মশালায় "সরবরাহ পর্যায়ে খাদ্যের নিরাপদতা ও গুনগতমান ব্যবস্থাপনা" এর উপর বিভিন্ন এগ্রো ফুডস ইন্ডাস্ট্রির  কর্মকর্তাদের   প্রশিক্ষণ দেয়া হয়েছে। এতে দুজন দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হচ্ছে । আজ কর্মশালার  সমাপনী অনুষ্ঠিত হবে। একইদিন বিকেলে চট্টগ্রাম বোয়ালখালী এগ্রো বেইজড ইন্ডাস্ট্রিজ সহ কয়েকটি ইন্ডাস্ট্রিতে পরিদর্শন করেন এবং রাতে চট্টগ্রাম নগরীর দ্যা পেনিনসুলায়  বাপার কার্যনির্বাহী কমিটির সাথে চট্টগ্রামের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সকল সদস্যবৃন্দ অংশ নেয়।

 

Tags :

Share News

Copy Link

Comments *