২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
বাপার দায়িত্ব হস্তান্তর ও গ্রহন
  • Updated Sep 19 2023
  • / 156 Read


ঢাকা অফিস: 
বাংলাদেশ এগ্রো প্রসেসরস এ্যাসোসিয়েশন বাপা'র নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার রাজধানীর গুলশানের হোটেল রেনেসন্স এর হল রুমে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর কার্যক্রম আনুষ্ঠিকভাবে সম্পন্ন করা হয়। 
অনুষ্ঠানে বাপার নব নির্বাচিত সভাপতি আবুল হাসেম অসুস্থ থাকায় তার ছেলে সজীব ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইকতাদুল হক নিযুক্ত প্রশাসক যুগ্ম সচিব জিন্নাত আরা থেকে দায়িত্বভার গ্রহন করেন। এ সময় মেজর জেনারেল (অব:) রুহুল আমিন, প্রাণ আরএফএল গ্রুপের সিইও আহসান খান চৌধুরী ও সংগঠনের সহ সভাপতি মেসার্স বনফুল এন্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল ইসলামসহ বাপার ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং উৎপাদন খাতের দেশের খ্যাতিমান উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে ২রা সেপ্টেম্বর ঢাকার ইস্কাটন গার্ডেন রোডস্থ লেডিস ক্লাবে সুষ্ঠু পরিবেশে বাপার নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে স্টার লাইন গ্রুপ ও স্টার লাইন ফুড প্রোডাক্টের পরিচালক মাঈন উদ্দিন নির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তিনি বাপা ঐক্য পরিষদ (আহসান খান চৌধুরী-আবুল হাসেম) প্যানেল থেকে এ নির্বাচনে বিজয়ী হয়েছেন।

নির্বাচনে বাপা ঐক্য পরিষদ’র পূর্ণ প্যানেল বিপুল ভোটে জয় লাভ করেছে। প্যানেল প্রধান আহসান খান চৌধুরী সানী পেয়েছেন ১৪৭ ভোট, ইকতাদুল হক পেয়েছেন ১৪৫ ভোট, আবদুল মাজেদ পেয়েছেন ১৪৩ ভোট ও স্টার লাইন গ্রুপের মাঈন উদ্দিন পেয়েছেন ১৪২ ভোট । সর্বোচ্চ ভোট প্রাপ্তদের মধ্যে মাঈন উদ্দিনের অবস্থান ছিলো চতুর্থ।
নির্বাচিত প্যানেল বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) ২০২৩-২৫ মেয়াদে দায়িত্ব পালন করবেন। 

Tags :

Share News

Copy Link

Comments *