ফরেইন পলিসি ম্যাগাজিনের 'প্রভাবশালী রিজিওনাল ভয়েস' ইমরান ইমন
- Updated Dec 28 2023
- / 465 Read
স্টার লাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বিশ্ববিখ্যাত প্রভাবশালী ফরেইন পলিসি ম্যাগাজিনে যুক্ত হলো খ্যাতিমান লেখক, গবেষক ও কলামিস্ট ইমরান ইমনের নাম। ফরেইন পলিসি ম্যাগাজিনের সাউথ এশিয়া ব্রিফ সেকশনের 'প্রভাবশালী রিজিওনাল ভয়েস' হিসেবে ইমরান ইমনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। সেখানে তার বাংলাদেশের শিক্ষাঙ্গনের সহিংস রাজনীতি নিয়ে লেখা "For a Politically Violence-Free Educational Institutions" শীর্ষক শিরোনামে আর্টিকেলটি কোট করা হয়েছে এবং রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে।
ফরেইন পলিসি ম্যাগাজিন বিশ্বের বিভিন্ন দেশের সমসাময়িক ঘটনাবলী, ভূরাজনৈতিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে কাজ করে থাকে। সাউথ এশিয়া রিজিওন থেকে বাংলাদেশী হিসেবে এবার 'প্রভাবশালী রিজিওনাল ভয়েস' হিসেবে যুক্ত হলো ইমরান ইমনের নাম।
সম্প্রতি দক্ষিণ এশিয়ার সেরা লেখকের তালিকায় যুক্ত হয়েছে ইমরান ইমনের নাম। ইমরান ইমন দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পত্রপত্রিকায়, জার্নাল ও ম্যাগাজিনে নিয়মিত লিখে থাকেন। তার লেখা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং দেশের সরকারি চাকরি পরীক্ষা বিসিএসে রেফারেন্স আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। ইতোমধ্যে '৫০০ আর্টিকেল' লেখার গৌরব অর্জন করেছেন ইমরান ইমন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত