রামগড়ে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী
- Updated Sep 13 2023
- / 131 Read
রামগড় প্রতিনিধি:
রামগড় উপজেলায় ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে রামগড় স্টেডিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাওছার এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্যসহ পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন।
বিশেষ অতিথি ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, রামগড় উপজেলা রিপোর্টার্স ইউনিটি'র সাংবাদিকসহ খেলা পরিচালনা কমিটির সদস্য-সদস্যা প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ফুটবল খেলায় অংশ নেয় রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়, রামগড় গণিয়াতুল উলুম সিনিয়র মাদ্রাসা, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়, নাকাপা উচ্চ বিদ্যালয়, রামগড় আইডিয়াল স্কুল। ফাইনাল খেলায় ১-০ গোলে রামগড় গণিয়াতুল উলুম সিনিয়র মাদ্রাসা কে পরাজিত করে রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কাজী সোহেল রানা'র সঞ্চালনায় এ সময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত