সাংবাদিক ইলিয়াছের জেলা আনসার সম্মাননা লাভ
- Updated Nov 25 2023
- / 469 Read
স্টার লাইন ডেস্ক:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন ইতিবাচক খবর প্রচারে বিশেষ অবদান রাখায় জেলা আনসার সম্মাননা পেয়েছেন দৈনিক ফেনীর সময় স্টাফ রিপোর্টার ইলিয়াছ সুমন।
সম্প্রতি জেলা আনসার কম্যান্ডেন্ট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিক ইলিয়াছ সুমনের হাতে এ সম্মাননা তুলে দেন জেলা আনসার কমান্ডেন্ট ও সদ্য পদোন্নতি প্রাপ্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক জানে আলম সুফিয়ান।
এসময় সদর উপজেলা আনসার ভিডিপির কর্মকতা মো: রেজাউল করিম, সোনাগাজী আনসার কর্মকতা রাবেয়া সুলতানা, ছাগলনাইয়া আনসার কর্মকতা রিক্তা রানী হাজারী, পরশুরাম আনসার কর্মকতা জাহেরা খাতুন, ফুলগাজী আনসার কর্মকতা কামরুন নাহার মর্জিনা, সোনাগাজী প্রশিক্ষক ফজলুল হক, ছাগলনাইয়া প্রশিক্ষক মাসুদ পারভেজসহ আনসার বাহিনীর উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আনসার কমান্ড্যন্ট জানে আলম সুফিয়ান পিএএম জানান গত ১ বছর জেলা পর্যায়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আনসার ভিডিপির বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, ব্যাটেলিয়ান আনসার বাহিনীর বিভিন্ন দায়িত্ব পালনের সংবাদ প্রচার করে অসামান্য অবদান রাখায় দৈনিক ফেনীর সময় পত্রিকার স্টাফরিপোর্টার ইলিয়াছ সুমনকে সন্মাননা দেয়া হয়েছে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত