অতিরিক্ত ডিআইজি পদোন্নতি পেলেন কুমিল্লা রিজিওনের এসপি খায়রুল
- Updated Nov 13 2023
- / 662 Read
স্টার লাইন ডেস্ক:
পুলিশের অতিরিক্ত ডিআইজি পদোন্নতি পেয়েছেন হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার মো. খায়রুল আলম। গতকাল রবিবার দুপুরের দিকে পুলিশ হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে খায়রুল আলমসহ পদোন্নতিপ্রাপ্ত ৭ কর্মকর্তাকে ব্যাজ পরিয়ে দেন প্রধান অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খান।
জানা যায়, হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের দায়িত্ব পাওয়ার পর থেকে পুলিশ সুপার হিসেবে অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছেন মো. খায়রুল আলম। তিনি দায়িত্ব নেয়ার পর থেকে হাইওয়েতে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য তিনি নানামূখি প্রশংসনীয় উদ্যোগ গ্রহন করেছেন। ইতোমধ্যে তার কর্ম ও দক্ষতার সুনাম ছড়িয়ে পড়েছে।
তার পদোন্নতিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাইওয়ে কমিউনিটি পুলিশিং কুমিল্লা রিজিওনের সভাপতি স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত