০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
দক্ষিণ এশিয়ার সেরা লেখকের তালিকায় ইমরান ইমন
  • Updated Nov 06 2023
  • / 568 Read

 

স্টার লাইন ডেস্ক: 
দক্ষিণ এশিয়ার সেরা লেখকের তালিকায় যুক্ত হলো ফেনীর কৃতীসন্তান লেখক, গবেষক ও কলামিস্ট ইমরান ইমনের নাম। সম্প্রতি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কন্টেন্ট ইভ্যালুয়েটর ও প্রোভাইডার HT Syndication ৩ নভেম্বর বাংলাদেশের জেল হত্যাকাণ্ড নিয়ে "A dark day in Bangladesh's history" শিরোনামে ইমরান ইমনের লেখা আর্টিকেলটি আর্কাইভ করেছে। যেটি ভারতের সর্ববৃহৎ মিডিয়া কোম্পানি এইচটি মিডিয়া গ্রুপ ও ভারতের বিখ্যাত প্রভাবশালী দৈনিক হিন্দুস্থান টাইমসের সহযোগী প্রতিষ্ঠান। 


HT Syndication এশিয়ার বিভিন্ন দেশের লেখকদের বাছাইকৃত সেরা কন্টেন্টগুলো আর্কাইভ করে এবং রেফারেন্স হিসেবে ব্যবহার করে। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার সেরা লেখকদের তালিকায় যুক্ত হলো ইমরান ইমনের নাম।


এর আগেও ইমরান ইমনের বহু লেখা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। তিনি দেশের শীর্ষ জাতীয় দৈনিকগুলোতে নিয়মিত লিখে থাকেন। তিনি মূলত প্রবন্ধ-কলাম বেশি লিখেন। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে এবং সাংবাদিকতাও তার পারদর্শীতা রয়েছে। সবচেয়ে কম বয়সী হিসেবে সেরা কলামিস্ট হওয়ারও গৌরব অর্জন করেছেন ইমরান ইমন। তার লেখা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও দেশের সরকারি চাকরি পরীক্ষা বিসিএসে রেফারেন্স আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। 
সম্প্রতি এবছর সাহিত্যে নোবেলজয়ী লেখক ইয়ন ফোসের সঙ্গেও ইমরান ইমনের আলাপচারিতা হয়। তিনি ইমরান ইমনের লেখালেখির প্রশংসা করেন এবং তার জন্য শুভকামনা জানান।

Tags :

Share News

Copy Link

Comments *