চবির টপার সামি চৌধুরীর আত্মহত্যায় প্ররোচনার আসামীরা ধরাছোঁয়ার বাইরে!
- Updated Nov 05 2023
- / 433 Read
নিজস্ব প্রতিবেদক;
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক এক শিক্ষার্থী ২০১৪-১৫ সেশনের টপার এরফান আহমেদ সামি চৌধুরীর আত্মহত্যায় প্ররোচনাকারী আসামীরা নিবিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। মামলার বাদী হতভাগ্য সামি চৌধুুরীর পিতা মো: শফি আহাম্মদ ছেলের আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তির দাবীতে আদালতের বারান্দায় ঘুরছেন।
জানা যায়, গত ১৯ জুন সোমবার পাহাড়তলীর নুরবাগ আবাসিক এলাকায় সামি চৌধুরী আত্মহত্যা করেন। তিনি ফেনী পৌরসভাধীন চাড়িপুর এলাকার মো; শফি আহমেদের ছেলে। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সামি চৌধুরীকে আত্নহননে বাধ্যকরায় তার পিতা মো: শফি আহাম্মদ চট্টগ্রামের পাহাড়তলী থানায় গত ১৩/০৯/২০২৩ইং তারিখে বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলো, চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটের সরদার বাহাদুর নগরের নুর মোহাম্মদের কন্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের সহকারী অধ্যপক আকলিমা সুলতানা (৩৩), একই এলাকার সৈয়দ মোহাম্মদ নুরুল হুদা প্রকাশ নিপু(৫১), ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জের এনামুল হক সৈকত (২৫) ও মো: নজরুল ইসলাম প্রকাশ প্রীতম। মামলার আসামীরা সামী চৌধুরীকে আত্নহননের জন্য বিভিন্ন রকম কটুক্তিসহ প্ররোচিত ও প্রলোভিত করে। ফলে জীবনের প্রতি অতিষ্ট হয়ে সামী আত্নহননের পথ বেছে নেয়। অথচ সামী ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী ও সেশনের টপার।
এব্যাপারে সামী চৌধুরীর পিতা মো: শফী আহাম্মদ বলেন, আমার মেধাবী ছেলেকে আত্মহননের পথে ঠেলে দিয়ে আসামীরা প্রকারান্তে হত্যা করেছে। আমি এই হত্যাকান্ডের বিচার চাই। আসামীদের সমুচিত শাস্তি হলে অন্যকোনো মায়ের বুক খালি করতে অপরাধীরা নিরুৎসাহিত হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী, স¦রাষ্ট্রমন্ত্রী, পুলিশপ্রধানসহ সংশ্লিষ্ট সকলের কাছে ছেলে হত্যার বিচার চাই।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত