মিরসরাইয়ে বাসের ব্যাকলাইটে ইয়াবা পাচার!
- Updated Nov 04 2023
- / 491 Read
দুই কারবারি গ্রেপ্তার
মিরসরাই প্রতিনিধি :
চট্টগ্রামে যাত্রীবাহী বাসের ব্যাকলাইটের ভেতরে লুকিয়ে রাখা ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় বাসটি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা থেকে ইয়াবাসহ বাসটি জব্দ করা হয়।
আটকৃতরা হলেন, ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের কাউতলী গ্রামের মো. মিরাজ হোসেনের ছেলে সাইফুল ইসলাম শাকিল (২৫) ও একই জেলার সদর উপজেলার বিরঞ্চি এলাকার মৃত নুরুল করিমের ছেলে শেফায়েত(২৩)।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ইয়াবা নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে নাহার মোটরস পরিবহনের একটি বাস থামানো হয়। তল্লাশিকালে বাসের ব্যাকলাইটের ভেতর লুকানো অবস্থায় ৬ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ সময় পাচারের সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে। আটকদের গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত