‘দৈনিক এবেলা’র পথচলা শুরু
- Updated Oct 18 2023
- / 460 Read
সংবাদ বিজ্ঞপ্তি;
‘স্মার্ট বাংলাদেশের স্মার্ট দৈনিক’ স্লোগান নিয়ে ফেনীতে সাড়ম্বরে পথ চলা শুরু করল সাংবাদিক যতন মজুমদার সম্পাদিত ‘দৈনিক এবেলা’। গতকাল মঙ্গলবার দুপুর বারোটায় ফেনী শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে আনন্দমুখর পরিবেশে কেক কেটে ‘দৈনিক এবেলা’র উদ্বোধনী সংখ্যার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ফেনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ বিশেষ অতিথিবৃন্দ।
এ সময় ‘দৈনিক এবেলা’র প্রকাশনাকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরমান শাকিল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) থোয়াই অং ফ্লু মারমা, সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম খোকন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, দৈনিক এবেলা’র সম্পাদকীয় পরিষদ সদস্য ও দৈনিক ভোরের কাগজের ফেনী প্রতিনিধি শুকদেব নাথ তপন ও দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মো. শাহাদাত হোসেন, দৈনিক স্টারলাইনের সম্পাদক মন্ডলীর সভাপতি ও ফেনী সাংবাদিক ইউনিয়নের সিনিয়র মেম্বার মো. জাফর উদ্দিন। অনুষ্ঠানের সভাপতি দৈনিক এবেলা’র সম্পাদক যতন মজুমদার উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পত্রিকাটিকে নির্দলীয় দৃষ্টিভঙ্গীতে গণমানুষের আশা-আকাক্ষার প্রতিফলন ঘটানোর প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন এবেলা’র সোনাগাজী প্রতিনিধি ইকবাল হোসেন।
অতিথিবৃন্দ বলেন, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি, দৈনিক যুগান্তর ও নাগরিক টিভির স্টাফ রিপোর্টার যতন মজুমদার দীর্ঘদিন ধরে তৃণমূলের একজন পরীক্ষিত সাংবাদিক হিসাবে একটি সুপরিচিত নাম। তার হাত দিয়ে নিশ্চয়ই আমরা নতুন কিছু পাবো। সাংবাদিকতার গৌরবমণ্ডিত ফেনীতে দৈনিক এবেলা নিশ্চয়ই গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে। তারা আরো বলেন, আজকের অনলাইনের যুগে আঞ্চলিকভাবে নিয়মিত পত্রিকা প্রকাশ করা একটি দুরূহ কাজ। সেই চ্যালেঞ্জকে নিয়ে যতন মজুমদার পথ চলা শুরু করেছেন। নিশ্চয়ই তিনি সফল হবেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এবেলা’র ফুলগাজী প্রতিনিধি মো. শাহ আলম। পবিত্র গীতা থেকে পাঠ করেন ফেনী সদর উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পুলিন দেবনাথ। এরপর একে একে নতুন এ দৈনিককে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন চ্যানেল আই ফেনী প্রতিনিধি রবিউল হক রবি, দৈনিক নয়া পয়গাম সম্পাদক এনাম পাটোয়ারী, দৈনিক কালের কণ্ঠের ফেনী প্রতিনিধি আসাদুজ্জামান দারা, দৈনিক ফেনী’র সম্পাদক আরিফ রিজভী, ফেনী রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক প্রমুখ।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত