কোম্পানীগঞ্জে চরপার্বতী ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- Updated Oct 17 2023
- / 453 Read
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়ন জামায়াতের আমীর ও ইউপি চেয়ারম্যান মো. কাজী হানিফ আনসারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত ৯টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত ৮ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজারের বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পরে ঘটনার দু'দিন পর ১০ অক্টোবর চরপার্বতী ইউপি চেয়ারম্যান জামাত আমির কাজী হানিফ আনসারীকে ১ নম্বর আসামি করে ৩১ জনের বিরুদ্ধে চরপার্বতী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি হাবীবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ ওই মামলায় রোববার রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মানিক মঞ্জিল থেকে তাকে গ্রেফতার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, চরপার্বতী ইউনিয়নের কদমতলায় ‘বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার’ স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আগের ৩৬টি বেশি মামলা রয়েছে। তবে সেগুলোতে জামিনে আছেন বলে তিনি দাবি করেন। তাকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় দেখিয়ে সোমবার সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন বলেন, মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত গায়েবি মামলায় জামায়াতের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এসব গায়েবি মামলা প্রত্যাহার এবং কাজী হানিফসহ বন্দিদের মুক্তির দাবি জানাচ্ছি।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত