০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
বাপার কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় মাঈন উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা
  • Updated Sep 30 2023
  • / 196 Read


স্টার লাইন ফুড প্রোডাক্টস লিঃ এর পরিচালক মোঃ মাঈন উদ্দিন বাংলাদেশ এগ্রো প্রসেসরস এসোসিয়েশন বাপার কার্য নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় রামপুর পাটোয়ারী বাড়ির তরুনদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


গতকাল সন্ধ্যায় স্টার লাইন গ্রুপের প্রধান কার্যলয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন, ফেনী চেম্বার অব কমার্সের পরিচালক তাজুল ইসলাম ভূঞা, ব্যবসায়ী জোবায়ের হোসেন তপন, মো: নাঈম আফসার শোভন, মো: নাসির উদ্দীন হাসান, রাব্বি আহসান মুন্না, আরিফুল করিম সমির, জিয়া উদ্দিন জুয়েল, মারুফুল আলম, সাকিব আহসান মিঠুন, তজরিয়ান মাহমুদ অয়ন প্রমূখ।

Tags :

Share News

Copy Link

Comments *