০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
আগামীকাল ফেনী আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
  • Updated Sep 30 2023
  • / 332 Read


স্টার লাইন ডেস্ক;
আগামীকাল বিকালে ফেনীতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি। তিনি ফেনীর ছাগলনাইয়া শহীদ মিনার চত্ত্বরে ১৪ দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
জনসভায় অতিথি হিসাবে আরও থাকবেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্ময়ক খোরশেদ আলম সুজন, বাসদ সভাপতি রেজাউর রশীদ, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান।


স্থানীয় সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি জানান, দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন করা ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে এ জনসভার আহ্বান করা হয়েছে। 
ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মজুমদার জানান, জনসভা সফল করতে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

Tags :

Share News

Copy Link

Comments *