ফেনীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
- Updated Dec 13 2023
- / 464 Read
নিজস্ব প্রতিনিধি:
’ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ এ স্লোগানে সারাদেশের ন্যায় ফেনীতেও ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। কর্মী নিয়োজিত আছে।
মঙ্গলবার সকালে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. এসএসআর মাসুদ রানাসহ অন্যান্য কর্মকর্তারা।
স্বাস্থ্য বিভাগের সূত্রে জানায়, ফেনীতে ২ লাখ ৪৩ হাজার ৫২ জন শিশু। এর মধ্যে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩০ হাজার ৩৬১ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ৬ থেকে ১১ মাস বয়সী ২ লাখ ১২ হাজার ৬৯১ লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন জানান, জেলার ৬টি উপজেলার ৪৩টি ইউনিয়নে ও ৫টি পৌরসভায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল বিকেল ৪টা পর্যন্ত খাওয়ানোর জন্য ১ হাজার ১০৫টি অস্থায়ী কেন্দ্র ও ৭টি স্থায়ী কেন্দ্র, ভ্রাম্যমাণ ৩০টি সহ মোট ১ হাজার ১৪২টি কেন্দ্র প্রস্তুত রয়েছে। এ জন্য জেলায় স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, বেসরকারি স্বেচ্ছাসেবকসহ ২ হাজার ৭৪১ জন