১৪ মে, ২০২৫ || ৩১ বৈশাখ, ১৪৩২
ফেনী জেলা ক্রীড়া সংস্থার ২য় বিভাগ ক্রিকেট লীগ’র কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত
  • Updated Mar 05 2024
  • / 820 Read

 

 

নিজস্ব প্রতিনিধি;

ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২য় বিভাগ ক্রিকেট লীগ ২০২৪ এর কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (৫ মার্চ ) ফেনী ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে ইয়াং ব্রাদার্স ক্লাব বনাম একাডেমি একাদশ’র খেলায় ৩ উইকেটে জয় লাভ করে একাডেমি একাদশ দল। একাডেমি একাদশ দলের আসিক ৪ উইকেট লাভ করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

 

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার হস্তান্তর কালে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ কমিটির সদস্য রানা হাসানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাপা’র নির্বাহী সদস্য ও স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আজম চৌধুরী, ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ, দৈনিক স্টার লাইন পত্রিকার ডেস্ক ইনচার্জ জুবাইর আল মুজাহিদ ।

 

এসময় কোচ আলী আশরাফ ইমনসহ ইয়াং ব্রাদার্স ক্লাব ও একাডেমি একাদশের খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Tags :

Share News

Copy Link

Comments *