১৪ মে, ২০২৫ || ৩১ বৈশাখ, ১৪৩২
শাহাবাগী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে বিক্ষোভ সমাবেশ
  • Updated Mar 12 2025
  • / 577 Read

 

 

নিজস্ব প্রতিনিধি:

দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে শাহবাগের খলনায়ক গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ফ্যাসিবাদী কায়েমের কারিগর আখ্যা দিয়ে তাকেসহ সকল সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ফেনীর শিক্ষার্থীরা।

আজ বুধবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে শহরের জহিরিয়া মসজিদ থেকে একটি মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

 

এ সময় শিক্ষার্থীরা ‘শাহবাগ নো মোর, ল তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা, চব্বিশের বাংলায় শাহবাগের ঠাঁই নাই, শাহবাগীরা হামলা করে, ইন্টেরিম কী করে’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে ফেনী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক জুবায়ের বিন ওবায়েদ বলেন, ‘২০১৩ তে শাহাবাগীরা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে। তারা আবার সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। বাংলাদেশে আর তাদেরকে ছাড় দেয়া হবে না। তারা পুলিশের ওপর হামলা করেছে। আমরা এ হামলার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাই। ’

 

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত বলেন, ‘শাহাবাগীরা ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করেছিল আমরা কিন্তু তা ভুলিনি। তারা আয়নাঘর, গুম, হত্যা ও নির্যাতনের বৈধতা দিয়ে আওয়ামীলীগকে টিকে থাকতে সহযোগীতা করেছে। তারা শাহাবাগে যোগ দিয়ে জুডিশিয়াল কিলিংয়ের রাস্তা তৈরি করেছিল। আমরা আর কখনো বাংলাদেশে শাহবাগের উত্থান মেনে নেব না। ’

 

Tags :

Share News

Copy Link

Comments *