প্রথম আলো গণিত উৎসবের গ্র্যান্ড ফিনালেতে স্টার লাইন স্প্রাউট স্কুল'র ২ শিক্ষার্থী
- Updated Mar 02 2024
- / 577 Read
নিজস্ব প্রতিনিধি:
ডাচ বাংলা ব্যাংক প্রথম আলো গণিত উৎসব ২০২৪ এর গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণ করেছে সরকার অনুমোদিত ফেনীর একমাত্র ইংলিশ ভার্সন স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল'র ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আজমাইন উদ্দিন আর্দি ও জারির ইকবাল।
শুক্রবার (১ মার্চ) সকালে ঢাকার সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে সারাদেশ থেকে আঞ্চলিক পর্যায়ে বিজয়ীদের নিয়ে এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।
এর আগে শনিবার (২৪ ফেব্রুয়ারি) ফেনী সরকারি কলেজে অনুষ্ঠিত ৪ জেলার ৪ শতাধিক শিক্ষার্থীদের মাঝে প্রাইমারী ক্যাটাগরিতে সেরা দশে জায়গা করে নেয় আজমাইন উদ্দিন আর্দি ও জারির ইকবাল।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত