১৪ মে, ২০২৫ || ৩১ বৈশাখ, ১৪৩২
কম্বল নিয়ে শীতার্তদের পাশে ফেনী চেম্বার
  • Updated Jan 16 2024
  • / 487 Read

 

নিজস্ব প্রতিনিধি:
ফেনীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। গত রবিবার রাতে ফেনী রেলওয়ে স্টেশন, ট্রাংক রোড, মহিপাল ফ্লাইওভার, ফেনী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র প্রদান করেন ফেনী চেম্বার সভাপতি আয়নুল কবির শামীম।


এসময় সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি জাফর উদ্দিন, সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহম্মদ পাঠান, পরিচালক তাজুল ইসলাম ভূঞা, রাশেদুল হক হাজারী, মুশফিকুর রহমান পিপুল, খোন্দকার নজরুল ইসলাম, বজলুল করিম মজুমদার হারুন, গোলাম ফারুক বাচ্চু, মোহাম্মদ হারুন উর রশিদ, সিরাজুল ইসলাম পাটোয়ারি, মোহাম্মদ মোশারফ হোসেন ভূঞা, সচিব মেহরাব হোসেন রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।


ফেনী চেম্বার সভাপতি আয়নুল কবির শামীম বলেন, এফবিসিসিআই সভাপতি মহোদয় শীতার্তদের জন্য এগিয়ে এসেছেন। সারাদেশের মতো ফেনী চেম্বারের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। এজন্য তাকে ধন্যবাদ জানাই। ফেনী শহরে চারশত শীতার্ত মানুষকে কম্বল দেয়া হয়েছে।

 

Tags :

Share News

Copy Link

Comments *