পরশুরামে জয়িতা সংবর্ধনা
- Updated Dec 10 2023
- / 537 Read
পরশুরাম প্রতিনিধি:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে "জয়িতা অন্বেষণে বাংলাদেশ" শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধণা হয়েছে।
পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা হাবিব শাপলা’র সভাপতিত্বে শনিাবর সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মং চিংনু মারমা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারমান সামছুন নাহার পাপিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা তারিন বাশার লিমা বক্তব্য রাখেন।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, উপজেলার নারী উদ্যোক্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা জয়িতাদের হাতে পুরস্কার তুলে দেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত