ফেনীতে বিশ্ব শিশু উপলক্ষে পুরস্কৃত হলো কোমলমতি শিশুরা
- Updated Nov 26 2023
- / 528 Read
নিজস্ব প্রতিনিধি;
ফেনীতে বিশ্ব শিশু দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
মানবিক উন্নয়ন কেন্দ্র পদক্ষেপ’র উদ্যোগ সহকারি কমিশনার (ভূমি) লিখন বনিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রধান কার্যালয়ের সহকারি পরিচালক (মনিটরিং ও মূল্যায়ন) মাহবুব আলম, ফেনী জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মুহাং আবদুল হামিদ, পদক্ষেপ যুগ্ম-পরিচালক আনিছ হেসেন চৌধুরী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ও পদক্ষেপ হেড অব প্রোগ্রামার মনিরুজ্জামান সিদ্দিকী।
পদক্ষেপ জেলা প্রোগ্রাম ম্যানেজার কামরুল ইসলাম ভূঞা জানান, অনুষ্ঠানে চিত্রাংকন ও খেলাধুলার ৭টি ইভেন্টে বিজয়ী ক্ষুদে শিশুদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত