সিনিয়র সচিব হলেন ফেনীর সাবেক ডিসি হুমায়ুন কবীর
- Updated Oct 10 2023
- / 264 Read
স্টার ডেস্ক:
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন ফেনীর সাবেক জেলা প্রশাসক হুমায়ুন কবীর খন্দকার। তিনি একই মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন। গতকাল সোমবার (৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা হুমায়ুন কবীর খোন্দকার ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন।
সহকারী কমিশনার, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসক, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার এবং বিভাগীয় কমিশনার হিসেবে মাঠ প্রশাসনে কাজ করেছেন তিনি।
এছাড়াও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব এবং নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি।
হুমায়ুন কবীর ২০১৪ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদক এবং ২০১৬ সালে জনপ্রশাসন পদকে ভূষিত হন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত