প্রতিনিধী
শহর প্রতিনিধি: ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক (৩০) নিহত হয়েছে। বুধবার রাতে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুর ইসলামিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
ফেনী জিআরপি পুলিশের উপ-পরিদর্শক হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই দিন স্থানীয় লোকজন রেল লাইনের পাশে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশের ধারণা ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের নীচে কাটা পড়ে নিহত হতে পারে যুবকটি। নিহতের শরীরে সাদা গেঞ্জি ও পরনে কালো প্যান্ট ছিল।