ফেনী শান্তি নিকেতন ইনস্টিটিউটে পুরস্কার বিতরণ
- Updated Nov 27 2023
- / 536 Read
শহর প্রতিনিধি:
ফেনী শান্তি নিকেতন ইনস্টিটিউটের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি শান্তি নিকেতন ইনস্টিটিউটের চেয়ারম্যান কেবিএম জাহাঙ্গীর আলমের হাত থেকে কৃতি শিক্ষার্থীরা পুরস্কার গ্রহন করেন।
বিশিষ্ট শিক্ষানুরাগী কেবিএম শাহজাহান সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশীদ মজুমদার, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর খালেদ খাঁন, সাবেক কাউন্সিলর আবুল কাশেম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ এম মামুনুর রশীদ। সহকারী শিক্ষক নুসরাত জাহান লিজার সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক মাকছুদুর রহমানের ছেলে শামসুর রহমান আজাদ ও সাবেক অধ্যক্ষ মোস্তফার ছেলে মো. মুজাহিদুল ইসলাম শামীমসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। শেষে শিক্ষার্থীদের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত