
মোস্তাক ২য় বারের নৌকা প্রতীক পাওয়ায় গণসংবর্ধনা
আগামী ২৮ ফেব্রুয়ারি ৫ম ধাপে জয়পুরহাট পৌরসভা নির্বাচনে পুনরায় মোস্তাফিজুর রহমান মোস্তাক আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থীর মনোনয়ন পাওয়ায় তাকে অভিনন্দন ও গণসংবর্ধনা জানিয়েছেন জয়পুরহাটের নেতাকর্মীরা। হিলি-জয়পুরহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে সোমবার বিকেল ৪ টার দিকে হাজার হাজার নেতাকর্মী মোটরসাইকেল শো ডাউন দিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন দিয়ে বরণ করে নেন।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুর নেমে সড়ক যোগে দুপুর ২টার দিকে জয়পুরহাট জেলা সীমান্তে হিলি বাসস্ট্যান্ডে পৌঁছার পর প্রায় ৭ থেকে ৮ হাজার নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানিয়ে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মোস্তাফিজুর রহমান মোস্তাককে পুনরায় নৌকা মার্কার প্রতীক দেওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয়পুরহাটের নেতাকর্মীরা তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গোলাম হক্কানী, মোমেন আহমেদ চৌধুরী জিপি, অধ্যক্ষ খাজা শামছুল আলম সহ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সর্বস্তরের জনগণ।
Comment / Reply From
Popular Posts
Categories
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!