
মহিপালে পরিষ্কার পরিচ্ছন্নতা পর্যবেক্ষণে ফেনী জেলা প্রশাসক
শহর প্রতিনিধি: ফেনীর মহিপালে পরিষ্কার পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করেছেন, ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। এসময় তিনি পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক ও পৌরসভার যৌথ উদ্যোগে এ পর্যবেক্ষণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, স্টার লাইন গ্রুপ’র নির্বাহী পরিচালক জাফর উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র-২ জয়নাল আবেদীন লিটন হাজারী, প্যানেল মেয়র-৩ মঞ্জু রাণী দেবী, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দীন, মহিলা কাউন্সিলর ফেরদৌস আরা বেগম, মেডিকেল অফিসার কৃষ্ণপদ সাহা, স্যানিটারী ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক, কনজারভেন্সী ইন্সপেক্টর সরোয়ার জাহান, সহকারী কনজারভেন্সী নুরুল ইসলাম প্রমুখ।
পর্যবেক্ষণকালে দোকান ও মার্কেটের সামনে পরিষ্কার না থাকায় দোকানের মালিকদের হাত দিয়ে পরিষ্কার করা হয়। দ্বিতীয় বার যেন অপরিষ্কার না থাকে এজন্য সতর্ক করা হয়।
জেলা প্রশাসক দোকানদারকে বলেন, দোকানের সামনে আপনারা কোন অবৈধ ফুটপাত বসাবেন না। খোলা পণ্য বিক্রি থেকে বিরত থাকবেন।
তিনি আরো বলেন, ধুলাবালি ও মশা মাছি পড়ে খাবারের গুণাগুণ নষ্ট হয়। এতে করে মানুষের মধ্যে রোগব্যাধি সৃষ্টি হয়। দোকানদারকে সুন্দর পরিবেশে খাবার রেখে বিক্রি করার নির্দেশ দেন তিনি।

Comment / Reply From
You May Also Like
Popular Posts
Categories
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!