বাসচাপায় সিরাজগঞ্জে মৃত ৩ জন

অনলাইন ডেস্কঃ
বাসচাপায় সিরাজগঞ্জে ২ সন্তানসহ স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। রোববার দুপুরে পৌর এলাকার মিরপুরে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন-বনবাড়ীয়া সরকরি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও পৌর এলাকার মিরপুর দক্ষিণপাড়া মহল্লার মাসুদ রানার স্ত্রী ইসরাত সুলতানা রুনী, তার ছেলে আদি ও মেয়ে ছয়েবা।
জানায় যে, সকালে সিরাজগঞ্জের পৌর এলাকার মিরপুরে নিজ বাড়ি থেকে ছেলে-মেয়েকে নিয়ে কেনাকাটা করতে বের হন স্কুলশিক্ষিকা রুনি খাতুন। শহরের কালাচান মোড়ে পৌঁছালে তাদের বহনকারী রিক্সাকে দ্রুতগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই স্কুল শিক্ষিকা ও তার ছেলে আদি নিহত হন। গুরুতর আহত হয় মেয়ে ছয়েবা ও রিক্সা চালক। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছয়েবা।
নিহত শিক্ষিকা অন্তঃস্বত্ত্বা ছিলেন। ছেলের বয়স ১০ বছর আর মেয়ের বয়স ৫ বছর।
দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারি পালিয়ে যায়। বাসটি জব্দ করে স্থানীয়রা।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী গণমাধ্যমকে জানান, অন্তঃস্বত্ত্বা স্কুলশিক্ষিকা রুনী তার ছেলে ও মেয়েকে নিয়ে ব্যাটারিচালিত রিকশাযোগে শহরে যাচ্ছিলেন। রিকশাটি সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়ক শহরের মিরপুর কালাচান মোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক-বাসের মাঝখানে পড়ে যায়। এ সময় বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটি চাপা দেয়ায় ঘটনাস্থলেই শিক্ষিকা রুনী ও ছেলে আদি মারা যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে মেয়ে ছায়েবাও মারা যায়।
তিনি আরো জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে। পলাতক বাসের চালক ও সহকারিকে আটকের চেষ্টা চলছে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Categories
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!