
বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ করায় ফেনী পুলিশ’র আনন্দ উদযাপন
শহর প্রতিনিধি: ফেনীতে ঐতাহাসিক ৭ ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের সুপারিশ প্রপ্তিতে ফেনী মডেল থানা পুলিশ’র আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে ফেনী মডেল থানা প্রাঙ্গণে এ আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল’র মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য সম্প্রচারিত করা হয়। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন’র সভাপতিত্বে ও ইকবাল ফয়সাল বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী বিপিএম পিপিএম, ফেনী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ড. মঞ্জুরুল ইসলাম, জেলা পুলিশ সুপার পিবিআই মোঃ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এস এস আর মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. হাফেজ আহম্মেদ পিপি, সহ-সভাপতি এড প্রিয় রঞ্জন দত্ত জিপিএ, পৌর আওয়ামীলীগের সভাপতি আইনুল কবির শামীম, বীর মুক্তিযোদ্ধা এ এস সাহেদুল হক বুলবুল।
এতে আরো উপস্থিত ছিলেন, ফেনী সরকারি কলেজ’র অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান এ কে শহীদ উল্যাহ খোন্দকার, মৌটুবি ইউনিয়ন’র চেয়ারম্যান হারুন অর রশিদ এল এল বি,
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চ’র ভাষণ বাঙালির হৃদয়ে প্রেরণা যুগিয়েছিল। এটি বিশে^র অনন্য ভাষণ হিসেবে ইউনেস্কোর রেকর্ডবুকে স্থান করে নিয়েছে। ৭ ই মার্চ’র ভাষণেই বাঙালির মুক্তির সনদ নিহীত ছিল। মুক্তিযুদ্ধের ঘোষণা এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা স্বাধীনতার ঘোষণা পাই।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তা ও প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক মিডিয়া, জনপ্রতিনিধিসহ আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Comment / Reply From
You May Also Like
Popular Posts
Categories
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!