
ফেনীতে মদসহ ৪ মাদক কারবারী আটক
স্টার ডেস্ক: ফেনীতে মাদকসহ ৪ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-৭। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের তল্লাশী করে ৯ ক্যান বিদেশী বিয়ার, ৭ বোতল হুইস্কি, ১ কেজী ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, টাঙ্গাইল জেলার ধনবাড়ী এলাকার মতিয়ারের ছেলে মো. শরিফ রায়হান সরকার রুমান (৩২), একই জেলার কান্দেববাড়ী এলাকার মো. জুলহাসের মো. চাঁন মিয়া (৩২), একই জেলার ধনবাড়ী থানার সামসুলের রুহুল আমিন শাকিল (৩০) ও জামালপুর জেলার দিকপাইত এলাকার জহুরুল ইসলামের সজিবুর রহমান (২০)।
ফেনীস্থ্য র্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। এসময় স্টার লাইন সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন ভাই ভাই হোটেল এন্ড রেষ্টুরেন্ট’র সামনে থেকে একটি ট্রাক আটক করা হয়। এসময় ট্রাক তল্লাশী করে চালকসহ ৪ জনকে আটক করে। পরে ট্রাক তল্লাশী করে ২৯ টি ক্যান বিদেশী মদ (বিয়ার), ০৭ বোতল বিদেশী মদ (হুইস্কি) ও এক কেজী ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬৩ হাজার ২’শ টাকা।
উদ্ধারকৃত মাদক ও মাদক কারবারীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Comment / Reply From
You May Also Like
Popular Posts
Categories
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!