
পৌর নির্বাচনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সোনাগাজী মডেল থানা পুলিশের মহড়া
সোনাগাজী প্রতিনিধি: আসন্ন সোনাগাজী পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলতা স্বাভাবিক রাখার লক্ষ্যে সোনাগাজী মডেল থানার উদ্যোগে শনিবার বিকালে পৌর-শহরে মহড়া অনুষ্ঠিত হয়েছে। একাধিক পুলিশ ভ্যানের পাশাপাশি বেশ কয়েকটি মোটর সাইকেল নিয়ে পুলিশ সদস্যরা মহড়া দেন। এসময় সাইরেনের শব্দ ও মুহুর্মুহু বাঁশির আওয়াজে হতচকিত হয়ে পড়ে সাধারণ মানুষ।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম সরকার বলেন, পৌর নির্বাচনের মনোনয়ন প্রাপ্তিকে ঘিরে কেউ যাতে আইশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে পুলিশ সে বিষয়ে সতর্ক রয়েছে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম জানান, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নির্দেশনায় সোনাগাজীর আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আগামীতেও আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করছি।

Comment / Reply From
You May Also Like
Popular Posts
Categories
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!