
আওয়ামী তৃণমূল’র বাতিঘর আরজু আর নেই
সদর প্রতিনিধি: ত্যাগী আওয়ামীলীগার তৃণমূল নেতাকর্মীদের হৃদস্পন্দন ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নের ৪ বারের সাবেক চেয়ারম্যান এম. আজহারুল হক আরজুর মৃত্যুতে ফেনী জেলায় চলছে শোকের মাতম। তার এ আকস্মিক মৃত্যুতে শোকের ঝড় বইছে ফেনীর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে। দলমত নির্বিশেষে তার মৃত্যুতে শোকাহত ফেনীর মানুষ।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাবেক ছাত্রলীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের সাংসদ লে:জেনারেল (অব): মাসুদ উদ্দিন চৌধুরী। এছাড়াও শোক প্রকাশ করেছেন, ফেনীর সাবেক সাংসদ জয়নাল আবেদীন হাজারী। আরো শোক প্রকাশ করেন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সাবেক মেয়র হাজী আলাউদ্দিন প্রমুখ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আরজুর ভক্ত সমর্থকেরা যার যার মনের আকুতি মিলিয়ে স্ট্যাটাস দিয়ে আরজুর আত্মার মাগফেরাত কামনা করছেন। টোটাল সামাজিক যোগাযোগ মাধ্যম আজ আরজুর দখলে।
আরও শোক প্রকাশ করেছেন, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ চৌধুরী লিপটন, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

Comment / Reply From
You May Also Like
Popular Posts
Categories
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!